BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:১২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে তরমুজ কেনা নিয়ে সংঘর্ষ, আহত ২০


মার্চ ৩১, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে তরমুজ কেনাকে কেন্দ্র গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, শহরের শায়েস্থানগর মুন জেনারেল হাসপাতালের সামনে মোহনপুর এলাকার তরমুজ বিক্রেতা রাজু মিয়ার সঙ্গে তরমুজ কেনা নিয়ে বহুলা এলাকার একজনের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে সরে বাইপাস সড়কে আরেক দফা সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।