BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:১৬
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ২৬৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১


মার্চ ৩০, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেটের কোম্পানীগঞ্জ ২৬৫ বোতল ফেন্সিডিলসহ হারুন মিয়া ওরফে তারুন মিয়া (৫৫) নামে এক মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ মার্চ) ভোররাত সাড়ে ৪টায় ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রাম সংলগ্ন হিংড়া হাওর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪/৫ জন মাদক কারবারি বাঁশের তৈরি ৩টি ভার ফেলে পালানোর সময় ০১ জনকে ভারসহ আটক করা হয়। ২৬৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী হারুন মিয়া উরফে তারুন মিয়া(৫৫) কে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি টীম।

সে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার গুজারকান্দি (রুস্তমপুর) গ্রামের মৃত আঃ রহিমের পুত্র।

জিজ্ঞাসাবাদের সময় মাদক ব্যবসায়ী হারুন মিয়া উরফে তারুন মিয়া(৫৫) তার সহযোগী একজনের নাম প্রকাশ করে।

দক্ষিণ রণিখাই ইউনিয়নের বিট অফিসার এসআই অজয় চন্দ্র রায় জানান, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানাধীন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রাম সংলগ্ন হিংড়া হাওরে ৩০মার্চ রাত দেড়টা থেকে অবস্থান নেই। এক পর্যায়ে ভোররাত সাড়ে ৪টার সময় ৪/৫ জন মাদক ব্যবসায়ী পুলিশের অবস্থানস্থলের উত্তর দিক থেকে আসতে থাকলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা বাঁশের তৈরি ৩টি ভার ফেলে পালানোর সময় ১জনকে ভারসহ আটক করা হয়। আটককৃত হারুন মিয়া উরফে তারুন মিয়া(৫৫) এর হেফাজতে থাকা এবং পলাতক আসামীদের ফেলে যাওয়া ৩টি বাঁশের তৈরি ভারে মোট ৬টি পুটলা তল্লাশী করে ২৬৫ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৬৫ হাজার টাকা। আসামীকে জিজ্ঞাসাবাদে সে ও তার সহযোগী আসামীরা বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল বহন করছিল বলে স্বীকার করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। উক্ত ঘটনায় ২ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।