রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
বিডিসিলেট ডটকম : বাংলাদেশ পুলিশের আয়োজনে এবং সিলেট জেলা পুলিশের তত্ত্বাবধানে সিলেট জেলার বিশ্বনাথ ও জকিগঞ্জ থানা এলাকায় পবিত্র রমজানে গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়ছে। অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার বিশ্বনাথে এবং জকিগঞ্জ থানা এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় সংশ্লিষ্ট সার্কেল ও থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা সমন্নুত রাখার পাশাপাশি মানবিক কার্যক্রমে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নেতৃত্বে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। কাঙ্খিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য দেশের সকল পর্যায়ের পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে।