BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৬
আজকের সর্বশেষ সবখবর

বাঁধ পরিদর্শনে আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান


মার্চ ২৬, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওরের গুরুত্বপূর্ণ ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য আলহাজ্ব মুজিবুর রহমান। সোমবার (২৫ শে মার্চ) দিনভর বাঁধ পরিদর্শন করেন তিনি।

সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মুজিবুর রহমান বাঁধ পরিদর্শন শেষে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে হাওরের ফসল ও হাওরপাড়ের মানুষদের রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। হাওরবাসি যাতে নির্বিঘ্নে তাদের কষ্টের ফসল ঘরে তুলতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজ রাখছেন।

তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইউনুস আলী, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার মিয়া, ব্যবসায়ী মুসাব্বির মিয়া,তাহিরপুর সদর বাজার বনিক সমিতির সভাপতি সেলিম আখঞ্জি, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য সামায়ুন কবিরসহ দলীয় নেতাকর্মীগন এসময় উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।