BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৬
আজকের সর্বশেষ সবখবর

শাবি ছাত্রলীগকে দেশের রোল মডেল হিসেবে গড়ে তুলব: খলিল


মার্চ ২৫, ২০২৪ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আমরা কথা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কথা দিয়ে আসছি শাবি ছাত্রলীগকে দেশের রোল মডেল হিসেবে গড়ে তুলব। সকলেই যেন এই ইউনিটকে অনুসরণ করে।
রবিবার (২৪ মার্চ) রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান নাঈমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সজিবুর রহমান, সহ-সভাপতি নাজমুল হাসান, তানিম খন্দকার, সাজেদুল ইসলাম, ইউসুফ হোসেন টিটু, আশিকুর রহমান আশিক, শিমুল মিয়া, আয়াজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমামুল হোসেন হৃদয়, সুমন মিয়া, উজ্জল দাস চিনু, মো. উজ্জল মিয়া, মো. সাজ্জাদ হোসেন, জাফর উদ্দিন লাসিম ও সাংগঠনিক সম্পাদক নুরে আলম শ্রাবণ, অমিত সাহা, ফারহান হোসেন চৌধুরী আরিয়ানসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েদুল হক রবিন, দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ, কার্যকরী সদস্য সাগর হাসান শুভ্র, নুর আলমসহ ক্লাবের অন্য সদস্যরা।

এসময় শাবি ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি খলিলুর রহমান বলেন, শাবিপ্রবি ছাত্রলীগের এই ইউনিটকে বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তুলব। সকলেই যেন এই ইউনিটকে অনুসরণ করে।

তিনি আরও বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করে স্মার্ট ক্যাম্পাস ও বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে শাবিপ্রবি ছাত্রলীগের এ নতুন কমিটি।

এতে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সকল নেতাকর্মীকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা ও সার্বিক উন্নয়নে শাবি ছাত্রলীগের সঙ্গে একযোগে কাজ করে যাবে প্রেসক্লাব। এছাড়া অতীতের মতো সামনের দিনও ছাত্রলীগের সঙ্গে প্রেসক্লাবের সুসম্পর্ক বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।