বিডি সিলেট :: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। বুধবার (২০ মার্চ) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সাক্ষাতে অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ সিলেট আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন। এছাড়াও নেতৃবৃন্দ সিলেটের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সিলেটের সকল দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, সিলেটের উন্নয়নের প্রতি তিনি আন্তরিক রয়েছেন। নেতৃবৃন্দের মাধ্যমে সিলেটের জনগণের প্রতি পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি সিলেটে আওয়ামী লীগকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। সৌজন্য সাক্ষাতে পরবর্তীতে এসে অংশগ্রহণ করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার ।