বিডিসিলেট প্রতিবেদক : সিলেট নগরীর বেতেরবাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ১২ জুয়াড়িকে আটক করেছে এসএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে বেতেরবাজারস্থ মুড়ি ফ্যাক্টরির পিছনে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-বদরুল ইসলাম (৪৫), মো. জামাল হোসেন (৪৮), মো. আব্দুর রশিদ (৩২), জয়নাল আবেদিন (৫৫), মো. বাবুল মিয়া (৩৫), কাওসার আহমেদ (৪৫), আহাদুজ্জামান (৫২), মো. লিটন মিয়া (৪৫), আলী হোসেন (৩০), সিরাজ মিয়া(৪৮), মো. কাইয়ুম (৫৫), আব্দুল হাই (৫৫)।
এসএমপির গণমাধ্যম শাখা জানায়, সোমবার গভীর রাতে মহানগর গোয়েন্দা বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অধীনে বেতেরবাজারস্থ মুড়ি ফ্যাক্টরির পিছনে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে ১২ জুয়াড়িকে আটক করা হয়। তদের বিরুদ্ধে নন এফআইআর ধারায় মামলা দায়ের করে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএমপির মুখপাত্র ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।