BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩০
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


মার্চ ১৭, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি :সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে সুনামগঞ্জে।

রবিবার সকাল ১০টায় জেলা পুলিশের পক্ষ থেকে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, (পিপিএম-সেবা)।

শ্রদ্ধা নিবেদনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্দ্যোগে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” শীর্ষক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এহ্সান শাহ্, (পিপিএম-সেবা) পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজ পদে পদোন্নতিপ্রাপ্ত), সুনামগঞ্জ। এ সময় পুলিশ সুপার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম এবং শিশুদের প্রতি তাঁর গভীর ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও দলীয় অঙ্গ সংগঠন, বীর মুক্তিযোদ্ধাদের সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পৃথকভাবে দিবসটি উদযাপন করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।