শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক::সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য আমেরিকা প্রবাসী সমাজসেবী জাবেদ আহমদ এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণীর রোজাদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এর ধারাবাহিকতায় আজ ১৬ মার্চ শনিবার সিলেটের কয়েকজন সাংবাদিক ও দক্ষিণ সুরমার পাঠান পাড়া এলাকার একজন হতদরিদ্র মহিলাকে এ রমজানের ফুডপ্যাক জাবেদ আহমদ এর পক্ষ থেকে বিতরণ করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান। রমজানে খাদ্য সামগ্রী রয়েছে ২৫ কেজি আতপ চাল, ৭ কেজি আলু, ২ কেজি চানা, ২ লিটার সয়াবিন তেল, ৩ কেজি পিয়াজ, ১ কেজি রসুন, ৩ কেজি ডাল ও ১ কেজি লবন। উল্লেখ্য, মাহে রমজানের আগ থেকে সাংবাদিক জাবেদ আহমদ ও উনার পরিবারের পক্ষ থেকে কয়েক শতাধিক অসহায় ও বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।