সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার মারধরে নিহত হয়েছেন চাচা ইস্কান্দার আলী (৭০)।
তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত হারিছ উল্ল্যাহর ছেলে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর (চৌধুরী পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে
নিহতের ঘটনার রুসমত আলীর ছেলে এখলাছ মিয়া (৪০) কে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুর পাড়ের গাছ কেটে সাবাড় করে ভেকু দিয়ে বিরোধপূর্ণ পুকুরের পাড়া/সীমানা কাটতে শুরু করেন রুসমত আলীর পুত্র এখলাছ মিয়া, তিলুরাকান্দি গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আক্কাস আলী ও তার লোকজন। এতে বাধা দেন চাচা ইস্কান্দার আলী।পরে তাঁদের সঙ্গে যুক্ত হন আমজদ আলী, আব্দুল গফুর, আব্দুল মতিন। দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় ঘটনাস্থলেই ভাতিজার মারধরে ইস্কান্দর আলী নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রঞ্জয় চন্দ্র মল্লিক, থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছউদ্দিন খান, এসআই সম্রাজ মিয়া, আতিয়ার রহমান, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, সমাজসেবক জাকির হোসেন প্রমুখ।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত থাকায় এখলাছ মিয়াকে আটক করা হয়েছে। নিহত ইস্কান্দর আলীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।