রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা কোনোভাবেই কোনো নির্বাচনে হস্তক্ষেপ করি না। আমি আগেও অনেকবার বলেছি, যুক্তরাষ্ট্রের জনগণ, যুক্তরাষ্ট্রের ভোটাররা যে নেতার ওপর আস্থা রাখবেন, তার সঙ্গেই কাজ করবে রাশিয়া।
গতকাল মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেছেন।
রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। তাছাড়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করেও দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক এখন স্নায়ুযুদ্ধ–পরবর্তী সময়ের সবচেয়ে সংকটপূর্ণ অবস্থার মধ্যে আছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এবং রাষ্ট্রীয় টেলিভিশন রসিয়া-১-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া।
রাশিয়ায় ১৫-১৭ মার্চ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচন হবে। নির্বাচনে পুতিনের জয় অনেকটাই নিশ্চিত।
রুশ প্রেসিডেন্টের দাবি, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি সহানুভূতি দেখানোর জন্য পুতিনের সমালোচনা করেছিলেন।
পুতিন বলেন, বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে শেষ বছরে বাইডেনের প্রতি সহানুভূতি দেখানোর কারণে আমার নিন্দা করেছিলেন। এক আলাপচারিতায় তিনি বলেছিলেন, আপনি কি চান ঝিমিয়ে থাকা জো জিতে যাক?
রুশ প্রেসিডেন্ট বলেন, এরপর যা হলো, তা আমাকে বিস্মিত করেছে। আমরা তাকে (ট্রাম্প) প্রার্থী হিসেবে সমর্থন করছি, এমন অভিযোগ তুলে তারা তাকে হয়রানি করা শুরু করল। এর কোনো অর্থ হয় না।
এর আগে ফেব্রুয়ারিতে পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ট্রাম্পের চেয়ে বাইডেনকে বেশি সমর্থন করেন।