শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সকলের চেষ্টায় চোরাচালান বন্ধ করা হবে। আর প্রত্যেক সন্তানকে মাদক থেকে বাঁচিয়ে রাখতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক।
শনিবার (৯ মার্চ) সকালে মেধা বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য আরও বলেন,প্রত্যেকে শিক্ষক শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করতে হবে। তবেই সুশিক্ষা অর্জন করা সম্ভব হবে। প্রত্যেক পিতা-মাতা ও পারিবারিক শিক্ষায় সন্তানদের শিক্ষিত করে তোলতে হবে। আমাদের সন্তানদের ভাল রাখতে হলে তাদেরকে পিতা-মাতার ভালবাসা দিতে হবে,তাদেরকে সময় দিতে হবে।
৩য় নাসরিন সুলতানা মেধা বৃত্তি ও ফারিহা একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভাটি সুনামগঞ্জ জেলা শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক বলেন,যে সন্তান দেশকে এবং দেশের মানুষকে ভালবাসে না,সে সন্তান আমাদের নয়। যে সন্তান পিতা-মাতার কথা শুনে না,সে সন্তান আমাদের নয়।
ড. সাদিক আরও বলেন,চোরাচালান বন্ধে সরকার শৃংখলা আনতে চেষ্টা চালাচ্ছে। সকলের চেষ্টায় চোরাচালান বন্ধ করা হবে। চোরাচালান ও মাদক থেকে সমাজকে রক্ষা করা হবে। আইন-শৃংখলা সভায় তা আলোচনা করব।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জ্যোর্তিময় দাস, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, ফারিহা একাডেমির পরিচালক নাসরিন সুলতানা দিপা। সভাপতির বক্তব্য রাখেন ফারিহা একাডেমির চেয়ারম্যান আসাদুজ্জামান সেন্টু। সভায় স্বাগত বক্তব্য রাখেন ফারিহা একাডেমির সহকারী শিক্ষিক জাহানারা বেগম। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফারিহা একাডেমির অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। আলোচনা সভার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।