রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : রমজান মাসের আগেই আটককৃত ব্যাটারি রিকশা মটর-ব্যাটারি সহ ছেড়ে দেওয়ার দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা -ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৫টায় আম্বরখানাস্হ সংগঠনের কার্যালয়ের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য সংগ্রাম পরিষদ মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল,সহ সভাপতি শহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের তুহিন আহমদ, মিজান উদ্দিন, আলিমুদ্দিন, শাওন ইসলাম প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে স্বাভাবিক ভাবেই ব্যাটারি চালিত যানবাহন চলাচল করছে। তখন সিলেট মহানগর ট্রাফিক কর্তৃপক্ষ কর্তৃক ব্যাটারি রিকশা থেকে মটর-ব্যাটারি খুলে নেওয়ার সিদ্ধান্তের ফলে নগরীর প্রায় ২০হাজার ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের মধ্যে উদ্বেগ -উৎকণ্ঠা বিরাজ করছে। নাগরিক জীবনের স্বাভাবিক চলাফেরা, ক্রমবর্ধমান বেকারত্ব ও মানবিক বিষয় বিবেচনা করে আটককৃত ব্যাটারি রিকশা মটর-ব্যাটারি সহ রমজান মাসের আগেই ছেড়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বক্তারা সংগ্রাম পরিষদের সংশোধনী গ্রহণ করে “থ্রি হুইলার ও সমজাতীয় পরিবহন এর নীতিমালা ২০২১”দ্রুত কার্যকর করা,ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল পূর্বের মতো ৫শত নির্ধারণ করা, আটক-হয়রানির-চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান।