শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
বিডিসিলেট ডটকম : সিলেট সিটি কর্পোরেশন এর ৩৯ নং ওয়ার্ড এর জালালাবাদ থানাধিন, খুররুম খলা এলাকার মিজানুর রহমান মিজানের ছেলে ১৭ বছর বয়সী রবিন আহমেদ বাপ্পি ৩ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। বাপ্পি সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী।
গত ৪ মার্চ দুপুর ১২ টার দিকে সে প্রতিদিনের ন্যায় টেকনিক্যালে কোচিং এর উদ্দেশে নিজ বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি।
আত্মিয়- স্বজন, বন্ধু- বন্ধু ও পরিচিত জনদের বাসা বাড়িতে বহু খোঁজা খোঁজি করে তার সন্ধ্যান পাওয়া যাচ্ছেনা। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো কালো ফুল হাতা গেঞ্জি ও কালো রঙ্গের টাউজার। সে লম্বা, হালকা ও গায়ের রং ফর্সা। বাপ্পি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এব্যাপারে তার পিতা মিজানুর রহমান মিজান জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন, ডায়রি নং ২৫৯।
যদি কোন হৃদয় বান ব্যক্তি তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে তার বাবা মিজানের সাথে যোগাযোগ করার অনুরুধ করা যাচ্ছে। তাহার মোবাইল নম্বর 01799373770