BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:২২
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে ৪ মাস ধরে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় স্বজনরা


মার্চ ২, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মনিরুজ্জামান মনির নামে এক কুয়েত প্রবাসী বাংলাদেশি চার মাস ধরে নিখোঁজ। তার সন্ধান চেয়েছে পরিবার। পরিবার ও কুয়েতে আত্মীয়-স্বজনদের সঙ্গে তার যোগাযোগ হয় গত বছরের অক্টোবরে। এরপর থেকে মুঠোফোন বন্ধ, দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার।

মনিরুজ্জামান বরিশাল জেলার, বাবুগঞ্জ, পূর্ব ভূতুরদিয়া গ্রামের মোতাহার বেপারির ছেলে। তার স্ত্রী শিমু জানান, আমার স্বামী দীর্ঘ ১৮ বছর ধরে কুয়েতে থাকে, কন্ট্রাকে ইলেক্ট্রিক কাজ করে। ৪ মাস আগে কথা হয়। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা বা কোনো খোঁজখবর পাচ্ছি না। আমার এক মেয়ে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে। সবার সহযোগিতায় আমার স্বামীর সন্ধান চাই।

নিখোঁজ প্রবাসীর ভগ্নিপতি মোস্তফা জানান, কুয়েতের ইমিগ্রেশন থানায় খোঁজ নিয়ে জানলাম এই নামের কেউ কুয়েতের বাইরে যায়নি এবং নামে কোনো মামলাও নেই।

যেসব জাগায় থাকতো সেসব জাগায় খোঁজ নিয়েছি কেউ কোনো সন্ধান দিতে পারেনি। একটা অফিসের মাধ্যমে ফ্রি আকামা লাগিয়ে বাইরে কাজ করতো। যে অফিসে আকামা লাগিয়েছে সেই অফিসটাও বন্ধ। তার সঠিক অবস্থান ও সন্ধান পেতে প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।