শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
বিডিসিলেট ডটকম : সিলেটে আলোচিত আরিফ হত্যার প্রধান আসামি সিলেট সিটি করপোরেশনের ৩৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
হিরণ মাহমুদ নিপুর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত বছরের ২০ নভেম্বর সোমবার দিবাগত রাত ১২ টার দিকে নগরীর বালুচরস্থ টিভি গেইট এলাকায় পুর্ব শত্রুতার জেরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওই এলাকার ফটিক মিয়ার পুত্র ছাত্রলীগ কর্মী আরিফ নিহত হন। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।
পরে এই ঘটনায় নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপি’র এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।