শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর সভার ১নং ওয়ার্ড করিমপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে ১৩তম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন ১৯ ফেব্রুয়ারী সোমবার করিমপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
এ ইসলামী সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন,আলহাজ্ব হযরতুল আল্লামা হাফেজ ওয়ালী উল্লাহ আশেকী আল কাদরী ঢাকা। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ ফয়জুল্লাহ ফয়সাল সাহেব সাদাতিয়া সেন্টাল জামে মসজিদ, আদর্শ নগর ঢাকা।বিশেষ অতিথি হযরত মাওলানা উসমান গণি আল মুজাহিদী সাহেব প্রভাষক, স্কলার্স হোম মেজরটিলা কলেজ সিলেট। বিশেষ অতিথিবৃন্দ আলহাজ্ব ডাঃ মাওলানা মুমিনুর রহমান সাহেব প্রিন্সিপালআল-মদিনা ইসলামী একাডেমী কমপ্লেক্স করিমপুর। হযরত মাওঃ হাফেজ মোঃ এবাদুর রহমান সাহেব কুলাউড়া। হযরত মাওলানা নুরুল ইসলাম (হায়দার) সাহেব’ শিক্ষক, কমলগঞ্জ দাখিল মাদ্রাসা ও ইমাম আল আকসা জামে মসজিদ গোপাল নগর। হযরত মাওলানা রুমেল আহমদ খাঁন সাহেব সুপার, হযরত শাহজালাল (রাঃ) জে,আই, এস দাখিল মাদ্রাসা।
ইসলামী এ সুন্নী মহা সম্মেলনে পৌরসভার মেয়র জুয়েল আহমদ এবং করিমপুর জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সভাপতিত্ব করবেন মাহফিলে যোগদান করে দু’জাহানের অশেষ ছোয়াব হাসিলের জন্য অনুরোধ করেছেন করিমপুর ইসলামী যুব সংঘ ও এলাকাবাসী