সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : আল কুরআন ফাউন্ডেশন সিলেটের এক বৈঠক জামেয়া মাদানিয়া ইসলামীয়া কাজিরবাজারে শুক্রবার (০৯ ফেব্রুয়ারী) বাদ মাগরিব আল কুরআন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্ঠা মাওলানা আব্দুল আজিজ, প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা ইকবাল হোসাইন, আল কুরআন ফাউন্ডেশনের সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা মোহাম্মদ সানা উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মাহবুবুল হক, প্রচার সম্পাদক মুফতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন আহমদ, হাফিজ কয়েস আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সদস্য ক্বারী মাওলানা ওবায়দুর রহমান, মৌলভী আব্বাস উদ্দিন জালালী, মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুয়াদ, মোঃ সিকন্দর আলী, মাওলানা আবুল কালাম প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২৮ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী রেজিস্টারী মাঠে আল কুরআন ফাউন্ডেশনের তাফসির মাহফিল সফল করার আহবান জানান।
উল্লেখ্য, মাহফিলে তাফসির পেশ করবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মাহফুজুল হক, মুফতি আলী হাসান উসামা সহ উলামায়ে কেরাম।