শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম ::
আমেরিকায় সড়ক দুর্ঘটনায় ছাতকের বাবা-ছেলে নিহত গ্রেফতার – ২, পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশ ৬ মাসে কুরআন হাফেজ হলেন ইমদাদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন চার পরিচালক নিয়োগ বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেই পঁচাত্তর পরবর্তী পরিস্থিতিই ফিরে এসেছে আওয়ামী লীগে গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৮ মুলতানে অবিশ্বাস্য হারের পথে পাকিস্তান! ভিটামিন বি ১২ কেন গুরুত্বপূর্ণ শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার সিলেটে বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ কোনো ভাঙনই সুখের নয়: শাকিব খান যেভাবে লুকিয়ে অন্যের ইনস্টাগ্রাম স্টোরি দেখবেন সাতদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ বাংলাদেশি




জেনে নিন, প্রিয়জনকে মনের কথা বলার সঠিক সময়

1612758483.bg - BD Sylhet News




লাইফস্টাইল ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি প্রায় গোটা বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইনস ডে। তার আগে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইনস উইক বা প্রেমের সপ্তাহ। এই প্রেমের সপ্তাহের মধ্যে ৮ ফেব্রুয়ারি দিনটি প্রপোজ ডে হিসেবে চিহ্নিত। এই দিনে প্রিয় মানুষকে মনের কথা বলার রেওয়াজ রয়েছে। আপনিও যদি প্রিয় মানুষকে মনের কথা বলতে চান, তাহলে ঠিক কোন সময়ে নিজের হৃদয়ের কথা তাকে বললে আপনাকে ‘না’ শুনতে হবে না।

তরুণ-তরুণীরা ভালোবাসা দিবসের জন্য সারা বছর উন্মুখ হয়ে অপেক্ষা করেন। প্রেমের জন্য কোনো একটি দিন থাকলেও সারা বছরই হলো ভালোবাসার সময়। তবু এই সময় যেন আকাশে বাতাসে প্রেমের গন্ধ উতলা করে তোলে সবাইকে। যাকে মনে মনে ভালোবাসেন, তার কাছে মনের কথা প্রকাশ করতে কে না চায়। কিন্তু মনের কথা প্রিয় মানুষকে জানানোর পথে একটাই বাধা আমাদের সামনে এসে দাঁড়ায়, আর তা হলো প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা। প্রেমের প্রস্তাবে যদি প্রিয় মানুষটি না করে দেন, তাহলে জীবন বুঝি বৃথা হয়ে যায়।

আজ প্রপোজ ডে-তে শুভ সময় দেখে প্রপোজ করুন, তাহলে এর শুভ প্রভাবে প্রিয় মানুষটি আপনাকে প্রত্যাখ্যান করতে পারবে না। তাই যেকোনো সময় নয়, কাল সঠিক সময় দেখে তবেই ভালোবাসার মানুষকে আপনার মনের কথা জানান। জেনে নিন আজ কখন আছে প্রপোজ করার শুভ যোগ।

প্রপোজ ডের শুভ সময়
প্রপোজ ডে’তে কীভাবে সঙ্গীকে প্রপোজ করবেন, তার সব প্রস্তুতি যদি হয়ে যায়, তাহলে জেনে নিন ঠিক কোন সময়ে মনের মানুষকে নিজের মনের কথা জানাবেন। আজ ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে-তে মাত্র ৪৭ মিনিট সময় পাবেন প্রিয়জনকে প্রপোজ করার জন্য। এই সময় সঙ্গীকে প্রেমের প্রস্তাব দিলে আপনাকে ব্যর্থ হয়ে ফিরতে হবে না।

আজ সঙ্গীকে প্রপোজ করার জন্য শুভ সময় থাকবে বিকাল ৩টা থেকে ৩টা ৪৭ মিনিট পর্যন্ত। এই ৪৭ মিনিট সময় হল প্রপোজ করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। একটা কথা মনে রাখবেন, আজ থাকবে ভদ্রার অশুভ ছায়া। দুপুর ১টা ৯ মিনিট থেকে থাকবে ভদ্রা নক্ষত্র। তাই ভুলেও আজ ভদ্রার মধ্যে প্রিয়জনকে প্রপোজ করবেন না। না হলে আপনার জীবনে প্রেমের ভদ্রার কালো ছায়া পড়বে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD