শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
বিডিসিলেট ডটকম : মৌলভীবাজারের কুলাউড়ায় ডোবায় পড়ে দুই শিশুর প্রাণ গেছে।
শুক্রবার সকালে উপজেলার কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে কুলাউড়া থানার এসআই আতিকুল আলম জানান।
মৃতরা হলো-কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকার তাহির আলীর ৮ বছরের মেয়ে মেঘলা বেগম ও বিল্লাল মিয়ার মেয়ে ৭ বছরের মেয়ে মোহনা বেগম।
মোহনার বাবা তাহির আলী বলেন, তিনি ক্ষেত থেকে বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার পানিতে তার মেয়ে ও মেঘলাকে ভাসতে দেখেন।
“পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”
মেঘলার পরিবারের বরাতে এসআই আতিকুল জানান, মেঘলা তার বাবার সঙ্গে মোহনাকে নিয়ে তাদের ক্ষেতে যেতে চাইলে তাহির আলী বাধা দেন। পরে মোহনা ও মেঘলা বাড়ির দিকে ফিরে যায়।
ফেরার পথে কোনো এক সময় ডোবায় পড়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা আতিকুলের।