শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
‘ডামি’ নির্বাচন বাতিল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য কমানো, সিন্ডিকেট ভাঙা ও রেশনিং চালু, পাচারের টাকা ফেরত আনা, দুর্নীতি- লুটপাটের বিচার, গ্যাস- বিদ্যুৎ- পানির দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধসহ জনজীবনের সংকট দূর করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৭ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন,
বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমান ২৬ জানুয়ারি গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে, আগামীকাল ২৭জানুয়ারি শনিবার বিকাল ৪টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।