শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৩৪ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডেস্ক:: দুই বছর পর নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটি পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ছালিয়া সবুজ বাংলা যুব সংঘ। সংগঠনের উপদেষ্টা খাদিম নগর ইউ/পি সদস্য দেলোয়ার হোসেন দিলু ভাই, এমদাদুল হক ভাই, সাঈদিজ্জামান সাঈদি ভাই, শামীম আহমদ ভাইয়ের – অনুমোদনে বুধবার ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
যথাক্রমে কমিটির দায়িত্বশীলরা হলেন:-সভাপতি মোঃ মামুন রশিদ,সহ সভাপতি মোঃ একরাম আহমদ,সাধারণ সম্পাদক-মোঃ আব্দুর রহিম মামুন,সহ সাধারণ সম্পাদক – মোঃ ফরহাদ আহমদ,কোষাধ্যক্ষ – মোঃ আকিল হুসেন অপু,ক্রীড়া ও সাংগঠনিক সম্পাদক – মোঃ আক্তার হোসেন,ধর্ম ও সমাজ সেবা সম্পাদক – মোঃ আরজু আহমদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক – মোঃ ফয়েজ আহমদ।),দপ্তর ও প্রচার সম্পাদক – মোঃ আদর আহমদ,কার্যকরি সদস্য – মোঃ সোলতান আহমদ,কার্যকরি সদস্য -মোঃ হাসিবুর রহমান রিপন।
কমিটি অনুমোদনের পর দেলোয়ার হোসেন দিলু ভাই বলেন,নবনির্বাচিত সকল সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছালিয়া সবুজ বাংলা যুব সংঘকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী হিসেবে পরিণত করবেন।