বিডি সিলেট ডেস্ক :: সিলেটের জৈন্তাপুরে গতকাল শুক্রবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের নেহাল, জুবায়ের, তমাল ও সুমন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ছাত্রলীগ নেতৃবৃন্দের মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো: নাসির উদ্দিন খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
