রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বিপিএলের গত আসরে চমক দেখিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। অভিষেক আসরেই তারা হয় রানার্স-আপ। এবারও সেরকমই প্রত্যাশা সমর্থকদের। যদিও এবারের দলে নেই তেমন বড় কোনো তারকা। গত আসরেও তারা গড়েছিল মাঝারি মানের দল। এবারও কিছুটা সেরকমই। যদিও দেশি দিয়ে ঘাটতি পুষিয়ে নেওয়ার সুযোগ আছে তাদের।
সিলেট স্ট্রাইকার্সের বিদেশি খেলোয়াড়দের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ান তারকা বেন কাটিং। পুরো আসর জুড়েই সিলেটের স্কোয়াডে থাকবেন কাটিং। এবারের বিপিএলে একমাত্র অস্ট্রেলিয়ান ক্রিকেটার কাটিংয়ের সঙ্গে শুরু থেকেই সিলেটে খেলবেন আইরিশ তারকা হ্যারি টেক্টর। বেনি হাওয়েলকেও পুরো আসর পাওয়া যাবে। টুর্নামেন্ট শুরুর পর যুক্ত হবেন রায়ান বার্ল, রিচার্ড এনগারাভা, শ্যানন গ্যাব্রিয়েল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে জিম্বাবুয়ের সিরিজ শেষ হবে ১৮ জানুয়ারি। কলম্বো থেকে পরদিন ঢাকায় এসে পৌঁছাবেন রায়ান বার্ল ও রিচার্ড এনগারাভা। সিলেট স্ট্রাইকার্সের সবশেষ খেলোয়াড় হিসাবে স্কোয়াডে যুক্ত হবেন ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ২৫ জানুয়ারি তিনি যোগ দিবেন দলের সঙ্গে।
স্থানীয় খেলোয়াড়-
মাশরাফী বিন মোর্ত্তজা, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাইম হাসান, জাওয়াদ মোহাম্মদ রোয়েন, সালমান হোসেন ইমন, শামসুর রহমান শুভ।
বিদেশি খেলোয়াড়-
রায়ান বার্ল, হ্যারি টেক্টর,বেন কাটিং, সামিত প্যাটেল, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, বেনি হাওয়েল ও শ্যানন গ্যাব্রিয়েল।