BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:০২
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা


জানুয়ারি ১৪, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যাক্তিকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব এর অভিযান পরিচালনা করেন উপজেলার শাহপুর ম্যাটাডোর কোম্পানির পাশের খাল ভরাট করে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত (বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী) সোহেল মিয়া (৪৫) কে ১ লক্ষ ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এসময় মাধবপুর থানার পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো: রাহাত বিন কুতুব সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।