শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নবনির্বাচিত সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) সহ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। নবনির্বাচিত নেতৃবৃন্দ আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচারপ্রাপ্তিতে অগ্রনী ভুমিকা পালন করার প্রত্যাশা করেন তিনি।
এক বিবৃতিতে নাসিম হোসাইন বলেন, আইনজীবীদের ভোটে নির্বাচিত সভাপতি অশোক পুরকায়স্থ, সহ-সভাপতি-১ এডভোকেট জালাল উদ্দিন, সহ-সভাপতি-২ এডভোকেট মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোঃ সালেহ আহমদ (হীরা), যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মাছুম আহমদ, সমাজসেবা সম্পাদক এডভোকেট সাইফুর রহমান খন্দকার (রানা), সহ-সমাজসেবা সম্পাদক এডভোকেট মোঃ কাদির আহমদ, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মেহেদী হাসান সজল, প্রধান নির্বাচন কমিশনার পদে এডভোকেট এম আব্দুল করিম আকবরী ও সহকারী নির্বাচন কমিশনার পদে জামিল আহমদ বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারীভাবে নির্বাচিত, এডভোকেট মোজাক্কির হোসেন, এডভোকেট মোঃ ওয়াজি উদ্দিন তারিক, এডভোকেট মোঃ বদরুল আলম শিপন, সহ-সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়া সমিতির কার্যকারী কমিটির সদস্য এডভোকেট মোঃ আক্তার হোসেন খান, এডভোকেট আক্তার বক্স (জাহাঙ্গীর), এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুল ওদুদ, এডভোকেট মোঃ আব্দুল মালিক, এডভোকেট আশিক উদ্দিন, এডভোকেট মোঃ ওবায়দুর রহমান, এডভোকেট মোঃ গিয়াস উদ্দিন, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট রাজ উদ্দিন ও এডভোকেট সন্ধা লক্ষি দে সহ সবাইকে অভিনন্দন জানান।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রনী ভুমিকা পালনের পাশাপাশি আইনজীবীদের স্বার্থরক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি