শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৪১ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডেস্ক:; সনাতন ধমাবলম্বী নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সবাইকে শারদীয় দূর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন বিয়ানীবাজার পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোঃ আব্দুস শুকুর।
লন্ডনে অবস্থানরত মেয়র শুকুর এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন বিয়ানীবাজার পৌরসভার সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত, এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।তিনি সকলের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি,প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে বলে তিনি মনে করেন।
বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় পূজা ও আনন্দ উৎসব দূর্গা পূজা।তিনি আরও বলেন, সকল ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সরকারের সকল স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরাও সোচ্চার। এ ব্যাপারে আমাদের পক্ষ হতে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শারদীয়া দুর্গাপূজা পালনের আহ্বান জানান।