শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৩১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:: ‘মুজিব বর্ষের শপথ সড়ক করবো নিরাপদ, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ও সড়ক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বড়লেখা উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে।নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এ প্রচারণা চালানো হয়।
প্রচারণার অংশ হিসেবে ওই রাতে বড়লেখা উপজেলার পৌর শহর, চান্দগ্রাম বাজার, আজিমগঞ্জ বাজার ও যানবাহনসহ বিভিন্নস্থানে পোস্টার লাগানো হয়।
এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা ইকবাল হুসাইন, আহবায়ক তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম আহবায়ক মার্জানুল ইসলাম, সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য মাওলানা মাসুম আহমদ, রমা কান্ত দাস ও সমাজকর্মী লিমন আহমদ,মারুফ সুমন উপস্থিত ছিলেন।