শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:২০ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম::শারদীয় দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুঁট থাকার প্রত্যাশা ব্যক্ত করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগের সিলেট মহানগর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
নেতৃদ্বয় এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আর সিলেট হচ্ছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের এক অনন্য উদাহরন। আমরা যে যেই ধর্মেরই অনুসারী হইনা কেন, এই রাষ্ট্রটা আমাদের সবার। বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলে বৈশ্বিক স্বাস্থ্যদূর্যোগ নভেল কোভিড-১৯ ভাইরাস তথা করোনার মধ্যেও এদেশে সকল ধর্মের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও স্বাচ্ছন্দে নিজেদের ধর্মীয় উৎসব উদযাপন করছেন।
নেতৃদ্বয়,করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে দূর্গোৎসব পালনের জন্যে সকলের প্রতি আহবান জানান।