বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৩:২০ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি:: নির্বাচনের এখনো কয়েক মাস বাকি থাকলেও সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে একজন খালেদ মনছুরী। যিনি সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সিলেট মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক, গুরুসদয় স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, সিলেট রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে রয়েছেন খালেদ মনছুরী। বলেন জনকল্যাণে প্রায়ই কাজ করে যাচ্ছি। তবে আরো ব্যাপক জনকল্যাণকর কাজ করতে গেলে জনপ্রতিনিধি হওয়া ছাড়া বিকল্প নেই। নির্বাচিত হলে পুরো ইউনিয়নকে আলোকিত ও সমৃদ্ধ করতে তার পরিকল্পনা থাকবে। তিনি সর্বস্থরের মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।