বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম ::
আমাদের সফল হতেই হবে : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া আটক জনতার পুলিশ হিসেবে কাজ করে যেতে চাই:- এসএমপি পুলিশ কমিশনার মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই মন্ত্রীর পদত্যাগ বোনের বিয়েতে সাই পল্লবীর নাচ, মুগ্ধ ভক্তরা মাধবপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার বন্ধ করে দেওয়া হয়েছে সব ‘আয়নাঘর’: ড. ইউনূস সংস্কারের জন্য ছয় বিশিষ্টজনের নেতৃত্বে ছয় কমিশন: ড. ইউনূস তিন সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি উপদেষ্টা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা দোয়ারাবাজার সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ যেসব বিদেশি নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য পদে দরখাস্ত আহ্বান দিনে কত সময় স্বামী-স্ত্রীর একসঙ্গে কাটানো উচিত?




ভারতের পার্লামেন্টে ‘হুলস্থুল’ কাণ্ড ঘটছে

Untitled 6 copy 1 - BD Sylhet News




আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পার্লামেন্টের লোকসভায় ‘হুলস্থুল’ কাণ্ড ঘটেছে বুধবার দুপুরে। স্থানীয় সময় দুপুর ১ টার দিকে অধিবেশন চলাকালে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘন করে দুই ব্যক্তি। তারা আচমকাই সংসদে প্রবেশ করে স্লোগান দিতে দিতে ‘রঙ বোমা’ ছুড়তে থাকে। এতে সংসদ সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

হাউজেরর সিসিটিভি ফুটেজে গাঢ় নীল রঙের শার্ট পরা একজনকে দেখা গেছে। আটক এড়াতে তিনি ডেস্কের ওপর দিয়েই লাফিয়ে পালাতে চেষ্টা করেছিলেন। দ্বিতীয়জনকে দর্শকদের গ্যালারিতে ধোঁয়া উড়াতে দেখা গেছে। দুজনকেই পরবর্তীতে আটক করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

ঘটনার পর ভারতীয় সময় দুপুর ২টায় লোকসভা পুনরায় শুরু হয়। শুরুর আগে স্পিকার ওম বিড়লা সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি ও দিল্লি পুলিশকে সহায়তা করতে বলেছি। দুজনকেই আটক হয়েছে ও তাদের সঙ্গে থাকা জিনিসপত্রও জব্দ করা হয়েছে। সংসদের বাইরে থাকা দুই ব্যক্তিকে (সাগর শর্মা ও ডি মনোরঞ্জন নামে শনাক্ত করা হয়েছে) গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে সংবাদ সংস্থা এএনআই-এর ফুটেজে দেখা গেছে, বিশৃঙ্খলার কয়েক সেকেন্ড আগে হঠাৎ করে ওকে ধর, ওকে ধর চিৎকার শোনা যায়। এ সময় উপস্থিত ছিলেন কংগ্রেস এমপি রাহুল গান্ধী ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি এবং অনুপ্রিয়া প্যাটেল।

তবে নিরাপত্তারক্ষীরা নন দুজনকে ধরেছেন লোকসভারই দুই এমপি বহুজন সমাজ পার্টির (বিএসপি) মালুক নাগর ও রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) হনুমান বেনিওয়াল। মালুক উত্তরপ্রদেশের বিজনৌরোর এমপি। হনুমান রাজস্থানের নাগৌর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। তিনি আরএলপি দলের প্রেসিডেন্ট।

দুই অনুপ্রবেশকারীর কাছ থেকে দর্শনার্থী পাস উদ্ধার করা হয়েছে। পাসগুলো কর্ণাটকের মাইসুরুর বিজেপি এমপি প্রতাপ সিমহার অফিস থেকে ইস্যু করা হয়েছিল। নিয়ম অনুযায়ী যে কোনো দর্শনার্থীকে পার্লামেন্টে প্রবেশের অনুমতি দেওয়ার আগে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে হয়।

কংগ্রেস এমপি কার্তি চিদাম্বরম এনডিটিভিকে বলেন, তিনি প্রাথমিকভাবে ভেবেছিলেন দর্শক গ্যালারি থেকে কেউ পড়ে গেছে। দ্বিতীয় ব্যক্তি লাফ দেওয়ার পরেই আমি বুঝতে পেরেছিলাম যে এটি একটি নিরাপত্তা লঙ্ঘন ছিল… বিষাক্ত গ্যাস হতে পারে। একজন লোক স্পিকারের চেয়ারের দিকে ছুটে যাচ্ছিল। এটি একটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘন বিশেষ করে ১৩ ডিসেম্বর, যেদিন ২০০১ সালে সংসদে হামলা হয়েছিল।’

তৃণমূল কংগ্রেস এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় এটিকে ‘ভয়াবহ অভিজ্ঞতা’ বলেছেন। কেউ তাদের উদ্দেশ অনুমান করতে পারেনি… কেন তারা এটা করছে? আমরা সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম কিন্তু এটা ছিল নিরাপত্তার ত্রুটি!’

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD