বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৪:৫১ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: বিয়ানীবাজার পিএইজি হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় আব্দুর রহমান স্যার আর নেই।(ইন্নালিল্লাহি………….. রাজিউন)।ফতেহপুর গ্রামের বাসিন্দা বর্তমান নায়াগ্রা নি বাসী আব্দুর রহমান স্যার মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ ঘটিকার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল হইয়াছেন।
বিয়ানীবাজার পিএইজি হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান স্যার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
তিনি আজ এক শোক বার্তায় বলেন, আব্দুর রহমান স্যারের মৃত্যুর খবর শুনে আমি খুবই মর্মাহত হয়েছি, একজন সৎ দক্ষ শিক্ষক, মানুষ গড়ার কারিগর ছিলেন, তার মৃত্যুতে দেশ বিদেশে থাকা অনেক ছাত্র হারালো একজন সৎ নিষ্ঠাবান শিক্ষককে, তার অভাব পূরণ হওয়ার নয়, তিনি তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন, আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি, শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁকে বেহেস্ত নসিব করুন আমিন।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি আব্দুর রহমান স্যারের বড় ছেলের সাথে ফোনে কথা বলে সমবেদনা জানান।
জানাজার নামাজ আগামীকাল বুধবার সকাল ১১ঘটিকার সময় পি,এইচ,জি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হইবে এতে আপনাদের উপস্হিতি ও দোয়া কামনা করি।