বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর উদ্যোগে অসহায় দরিদ্রের মধ্যে ১৩টি সার্ভিস প্রজেক্ট বিতরণ করা হয়েছে। আজ শনিবার ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ধারন গাজীপুর আব্দুল করিম চৌধুরী রোটারি স্কুলে অসহায় দরিদ্রের মধ্যে ১৩টি সার্ভিস প্রজেক্ট বিতরণ করা হয়।
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট প্রেসিডেন্ট আক্তার চৌধুরী রুবেল সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী পরিচালনায় উপস্থিত ছিলেন, এরিয়া ডাইরেক্টর পিপি একেএম সামসুল হক দিপু, এসাইন এসিস্টেন গর্ভনর পিপি বিকাশ কান্তি দাস, ডা. একরামুল হক চৌধুরী, রোটা: পিপি নজির আহমদ আজাদ এমপিএইচএফ, পিপি মঈনুল ইসলাম হেলাল পিএইচএফ, পিপি আজিজুর রহমান পিএইচএফ, পিপি মো: রেহান উদ্দিন পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট আবিদুল বাচিত এমপিএইচএফ, রোটা: আসাদুজ্জামান রনি পিএইচএফ, রোটা: রাহাত আফজা মিলি, রোটা: সুলতানা চৌধুরী, রোটা: জুয়েল মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ।
অসহায় দরিদ্রের প্রজেক্ট সমূহ:
1.Scholarships for meritorious students
2.School bagpack distribution
3.Free medicines distribution
4.Installed Tube Well
5.Installed Public Toilet
6.Fare for senior citizens
7.Installed Water purification Machine
8.Providing Library
9.Fare for farmer
10.Sports equipments for students
11.Education Instruments distribution
12.Mother and Child healthcare conference
13.Hygiene habits awareness program for students