শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের বুড়ি ডাকুয়া হাওরে মাছ শিকারের সময় ২ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারী ৩৮ টি, কারেন্ট জাল ৬৫ টি জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বুড়ি ডাকুয়া হাওরে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। এসময় আরো উপস্থিত মৎস্য কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মো. কামরুল হাসান, জামালগঞ্জ থানার উপ- পরিদর্শক আলমগীর কবিরসহ সঙ্গীয় ফোর্স। অভিযান শেষে জামালগঞ্জে নদীর পাড়ে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চায়না দুয়ারী জালে ছোটবড় মাছ প্রবেশ করলে আর বের হতে পারেনা। যার কারনে হাওর, নদীর ও খালবিলের দেশীয় প্রজাতির মাছসহ পরিবেশ ও হাওরের জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। তাই মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।