বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : বিএনপি-জামায়াতের ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচির আগের রাতে আজ শনিবার রাজধানীর কাফরুলের তালতলায় ও গুলিস্তানের কাপ্তানবাজারে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৮ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কাফরুল থানার তালতলা এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই আগুন নেভানো হয়।
তিনি আরো বলেন, মেয়র হানিফ ফ্লাইওভার ওপর কোমল মিনিবাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
আগামীকাল রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সমমনা কয়েকটি দল।
একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেয় তারা।