মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:১১ পূর্বাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান যুক্তরাজ্য সফর কে কেন্দ্র করে তার অবস্থানরত হোটেল তাজের সামনে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিলেটের গোলাপগঞ্জের বাসিন্দা মো:খায়রুল ইসলাম। সেই ঘটনাকে কেন্দ্র করে তার দেশের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন হামলাকারীরা স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
প্রবাসী খায়রুল উপজেলার বহর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। জানাযায়, ভুক্তভোগী খায়রুল কয়েকবছর থেকে যুক্তরাজ্য বসবাস করছেন তিনি দেশে থাকা অবস্থায় বিএনপির সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদলের বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দেশে অবস্থানরত তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী এই সফর উপলক্ষে হাইড পার্ক থেকে কয়েক হাজার নেতাকর্মী লন্ডনের ব্যস্ত সড়ক দিয়ে মিছিল সহকারে দীর্ঘ দুই মাইল রাস্তা পার হয়ে ওয়েস্ট মিনিস্টারস্থ তাজ হোটেলের সামনে অবস্থান নেন। এই দীর্ঘ পথে বাংলাদেশ সরকার বিরোধী বিভিন্ন শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।
এছাড়াও নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। তাজ হোটেলে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।