বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন
বিডি সিলেট :: বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নাহিয়ান সাদাত খান অনি। ১৩ নভেম্বর (সোমবার) কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন আকন্দ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গসংগঠন ” বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড” এর নীতি নির্ধারণী সংসদে সর্ব সম্মিলিতক্রমে নাহিয়ান সাদাত খান অনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সকল বীর মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থেকে তাদের সব সমস্যার সমাধান এবং বীর মুক্তিযোদ্ধদের ন্যায্য দাবি আদায়ের জন্য সোচ্চার থাকতে হবে।
উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা (যুদ্ধাহত) সাবেক কমান্ডার আতাউর রহমান খান এর ছেলে নাহিয়ান সাদাত খান অনি।