বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে সিম বিক্রি নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন আট গ্রামের বাসিন্দারা। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার বিকেলে বাজারে কাজিহাটা গ্রামের জমির মিয়া সিম বিক্রি করতে আসেন। এ সময় চন্দনিয়া গ্রামের ইয়াকুব আলীর সঙ্গে সিমের দাম নিয়ে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন সংঘষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কাজিহাটা গ্রামের পক্ষ নেয় ভাতকাটিয়া ও নন্দনপুর গ্রামের লোকজন। চন্দনিয়া গ্রামের পক্ষ নেয় বালিচাপড়া, নোয়াবাদ, লামাবাদ ও শিবপাশার লোকজন। আট গ্রামের বাসিন্দারের মধ্যে আড়াই ঘণ্টা সংঘর্ষ চলে।
এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে। সংঘর্ষের সময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়।