রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সিলেট বিভাগীয় মানবাধিকার সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন পক্ষ থেকে মানবিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দেশ যুব সংগঠনের সভাপতি মোঃ কামালকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম তাকে সম্মানান পদক তুলে দেন। তিনি দেশ যুব সংগঠনের সামাজিক কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং তার সাফল্যকে স্বাগত জানান।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, ব্যাংকার্স ক্লাব সিলেটের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ নকীব হোসেই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইএন্ডডি বিভাগের পুলিশ ইন্সপেক্টর সৈয়দ আনিসুর রহমান, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও সওদাগর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ লুৎফুর রহমান, আসক ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট সাইফুর রহমান।