মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: রাজধানীর ইস্কাটন রোডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলামোটর থেকে মগবাজারমুখী নিউ ইস্কাটন রোডের ইস্টার্ন টাওয়ারের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ২ ব্যক্তি। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তায় পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে শাহবাগ ও হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। রাত পৌনে ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
ঘটনাস্থল থেকে শাহবাগ থানার এসআই সজীব কোচ সমকালকে বলেন, নিহতদের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পুলিশ সূত্র জানায়, প্রত্যক্ষদর্শীরা জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে দুর্ঘটনার বিষয়টি জানান। তারা পুলিশকে বলেন, সড়কে ২ মোটরসাইকেল আরোহীর নিথর দেহ ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলটি শাহবাগ থানা নাকি হাতিরঝিল থানায় পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাই ২ থানার পুলিশ সদস্যরাই সেখানে যান।
হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি শনাক্ত এবং চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সূত্র- সমকাল