মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২৭ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের মোগলাবাজার থানা শাখার সহ-সভাপতি ও বিগত ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জনপ্রিয় ব্যক্তিত্ব জন নেতা মুহাম্মাদ আব্দুল হামিদ এর উপর দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়েছেন, আব্দুল হামিদের বাড়ি মোগলা বাজার থানায় এখানে সবাই থেকে ভালো একজন ভাল বেক্তি হিসাবে চিনে কিন্তু মামলাটি হয়েছে দক্ষিণ সুরমা থানায় এ ঘটনার সাথে তার সম্পর্ক নেই এই ঘটনা তিনি জানেনই না তাই এই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে মোগলা বাজারে ৭ নভেম্বর মঙ্গলবার বাদ জহুর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগলাবাজার থানা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আনসার আলী এর সভাপতিত্বে ও ছাত্র আন্দোলন বাংলাদেশ মোগলাবাজার থানা শাখার সভাপতি মুহাম্মাদ শাফায়াত আসজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি) বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা:রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলবাবুল হক্ব চৌধুরী, যুব আন্দোলন মোগলাবাজার থানা সভাপতি জুনেদ আহমদ জুম্মাদ, শ্রমিক আন্দোলন মোগলাবাজার থানা শাখার সভাপতি মুহাম্মাদ আখতার হুসেনসহ প্রমূখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন একটি সুশৃংখল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেখানে সুন্দরভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইসলাম দেশ মানবতার জন্য রাজনীতি করে আসছে সেখানে একজন থানা কমিটির দায়িত্বশীল এর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি কোনভাবে মেনে নেওয়া যায় না অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ দক্ষিণ সুরমা থানা অফিসার ইনচার্জ ও মোগলা বাজার থানা অফিসার ইনচার্জের সাথে মতবিনিময় করে মামলা প্রত্যাহার দাবিও জানিয়েছেন।