বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ শিক্ষাক্রম নিয়ে ফেসবুকে সমালোচনা, ৪ শিক্ষক গ্রেফতার জামালগঞ্জে নিষিদ্ধ জাল পুড়ালো উপজেলা প্রশাসন সিলেটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শফিক চৌধুরী লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি সুনামগঞ্জে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আ. লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী বুধ ও বৃহস্পতিবার অবরোধ, হরতাল সফলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল সিলেটে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চেক বিতরণ সম্পন্ন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শুভ নবান্ন উৎসব ১লা ডিসেম্বর হবিগঞ্জে চলন্ত ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন সেলিম আহমেদ মোমেনের সঙ্গে প্রার্থী হচ্ছেন মিসবাহ দুই ম্যাচের দায়িত্ব পেয়ে ‘ধোনি’র মতো অধিনায়ক হতে চান শান্ত




ইসরায়েলি হামলায় পরিবারের ৪২ সদস্যসহ সাংবাদিক নিহত

image 110259 1697354589 copy - BD Sylhet News




আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন বলে মঙ্গলবার ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে শুরু হওয়া মাসব্যাপী যুদ্ধে নিহত কয়েক ডজন সাংবাদিকের মধ্যে মোহাম্মদ আবু হাসিরা সর্বশেষ। হাসিরার সঙ্গে তার পরিবারের আরো ৪২ সদস্যও সেই হামলায় প্রাণ হারিয়েছে।

বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে জেলেদের বন্দরের কাছে অবস্থিত হাসিরার বাড়ি লক্ষ্য করে ইসরায়েল বোমা হামলা চালায়।

এতে হাসিরা ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হয়, যার মধ্যে হাসিরার ছেলে ও ভাইও রয়েছে।

গাজা উপত্যকায় হামাস পরিচালিত গণমাধ্যম জানিয়েছে, রবি ও সোমবারের মধ্যবর্তী রাতে চালানো বোমা হামলায় আবু হাসিরা নিহত হয়েছেন। তবে তার মৃতদেহ মঙ্গলবার ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া যায়।

এর আগে সরকারি ফিলিস্তিনি টিভি স্টেশন বৃহস্পতিবার জানায়, গাজা উপত্যকায় তাদের একজন সংবাদদাতা দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) সোমবার বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৩৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী (৩২ ফিলিস্তিনি, চার ইসরায়েলি, এক লেবানিজ) নিহত হয়েছেন।

গাজা উপত্যকায় শাসনকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা করলে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, হামাসের হামলায় এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। সেই সঙ্গে ২৪০ জনেরও বেশি মানুষকে হামাস জিম্মি করে নিয়ে গেছে।

জবাবে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে এবং গাজায় নিরলস হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত ১০ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক।
সূত্র : এএফপি

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD