বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪৪ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে ডাক্তার দেখাতে বের হয়ে নিখোঁজ হয়েছেন মরিয়ম আক্তার রুকিয়া নামের এক গৃহবধূ। এ ঘটনায় বৃহস্পতিবার (২ নভেম্বর) গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ গৃহবধূর পিতা রখন মিয়া।
নিখোঁজ গৃহবধূ রুকিয়া উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের রায়েদ মিয়ার স্ত্রী।
জানা যায়, গত ৩১ অক্টোবর দুপুর ১২ টায় মরিয়ম আক্তার রুকিয়া (২৩) নামের ওই গৃহবধূ বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হলে তিনি আর বাড়িতে ফিরেননি। পরে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার।
মরিয়ম আক্তার রুকিয়া সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তার গায়ের রং ফর্সা, হালকা গড়নের শরীর ও লম্বা মুখ।
নিখোঁজ মরিয়মের বাবা সমাজের সকলের কাছে তার মেয়ের সন্ধানের জন্য আকুতি জানিয়েছেন। কেউ মরিয়ম আক্তার রুকিয়ার সন্ধান পেলে ০১৭৭১২৮২৮৪১ এই নাম্বারে অথবা গোলাপগঞ্জ মডেল থানায় যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।