রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ও কাজিটুলা জামে মসজিদের মোতোয়াল্লি জহির বখত ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গতকাল সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।