BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৯
আজকের সর্বশেষ সবখবর

শেখ রাসেল দিবস ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ সম্পন্ন


অক্টোবর ৩১, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর জেলা ক্রীড়া অফিস, সিলেটের আয়োজনে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) খান চা-বাগান মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে খান চা-বাগান ফুটবল ক্লাব, জৈন্তাপুর সিলেটকে ট্রাইবেকারে ১ (৪)-১(২) ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘জারা স্পোর্টস ফুটবল একাডেমি, জৈন্তাপুর, সিলেট’। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জারা স্পোর্টস ফুটবল একাডেমি’র রমিনা মুড়া।

জেলা ক্রীড়া অফিসার সিলেট মো: নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর চেয়ারম্যান উপজেলা মো: কামাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: মাসুক আহমদ, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মো: জাহাঙ্গীর আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর লাইসেন্সপ্রাপ্ত কোচ ও রেফারি বদরুল আলম ফয়েজ, বশির আহমদ, গ্রাসরুট লেবেল কোচ রঞ্জিত বাড়ই, রেফারি রুবেল আহমদসহ ক্রীড়ানুরাগী সহস্রাধিক ফুটবলপ্রেমী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।