BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৫৬
আজকের সর্বশেষ সবখবর

কেউ দেশের ক্ষতি করতে চাইলে জনগণ মোকাবিলা করবে: পরিকল্পনামন্ত্রী


অক্টোবর ২৭, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : বিদেশিরা বিচার খুঁজে বেড়ায়, এটাই তাদের কাজ। বিদেশিদের এখন সামান্য জ্বর, কাশি হয়েছে। এসব থাকবে না। যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের দেশ আমরা চালাব। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে এ দেশের মানুষ মারা যাওয়ার সময় এসব দেশের মোড়লদের আমরা পাইনি। আমরা একা লড়াই করে আমাদের দেশের বিজয় নিশ্চিত করেছি। জনগণ এ দেশের মালিক। দেশের ক্ষতি কেউ করতে চাইলে দেশের জনগণ মিলে মোকাবিলা করব।

বৃহস্পতিবার শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে দ্বিতল কমিউনিটি ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ২৮ তারিখ দেশের জন্য কোনো সংকটময় বিপদের মুহূর্ত নয়। দুনিয়া থাকবে ২৮ (অক্টোবর) যাবে তার মতোই করে। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের নিরাপত্তায় কাজ করছে। দেশে ভাঙচুর, সন্ত্রাসু এসব অন্যায় কাজে আওয়ামী লীগ নেই। আমরা দেশের উন্নয়নে কাজ করতে চাই। বাংলাদেশকে আধুনিকতার ছোঁয়ায় গড়তে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকতে দেশের কোনো উন্নয়ন হয়নি। মানুষ কষ্টে দিন কাটিয়েছে। আওয়ামী লীগ সরকার এসে জনগণের কষ্ট দূর করেছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের সম্পত্তির মালিক আমরা। এ দেশের জনগণ বাংলাদেশের মালিক। কোন দল কি করবে, এতে আমাদের কোনো আগ্রহ নেই। জনগণ তাদের কষ্টের সময় আওয়ামী লীগ সরকারকে পাশে পেয়েছে। জনগণ তাদের সম্পত্তি রক্ষা করবে। কেউ যদি ভাঙচুর, নাশকতা করতে চায়, আমরা সবাই মিলে মোকাবিলা করব। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।