রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম ::
সিলেটে ২৯৮ বস্তা চোরাই চিনিসহ আটক ২ সুদের টাকা দিয়ে ট্যাক্স আদায় করা যাবে কি? সুনামগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক বিপিএলে প্লে-অফ খেলতে কোন দলের সামনে কী সমীকরণ পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিরিজের মাঝপথে ছিটকে গেলেন দুই ভারতীয় তারকা ৮ জেলায় শৈত্যপ্রবাহ, রয়েছে বৃষ্টির আভাস আমিরাতে রোববার রাতে শবে মেরাজ সুদানে হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৬৭ দেশের প্রথম সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ছেলেকে নি’র্যা’ত’ন সিলেটে গাড়ির মালিককে ছিনতাইকারী সাজিয়ে গ্রে’ফ’তা’র ৬ দিন থেকে কলেজছাত্রী নি*খোঁ*জ! সুনামগঞ্জে মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জে গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩




সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি, আহত ২৩

Untitled 3 copy 3 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : সুনামগঞ্জের দিরাই উপজেলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধসহ ২৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের নুনু মিয়া ও হুমায়ূন আজাদের লোকদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাড়ইল গ্রামের নুনু মিয়া ও হুমায়ূনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর আগে দু’পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে; এসব ঘটনায় মামলাও চলছে। দুপক্ষের দ্বন্দ্ব মেটাতে একাধিবার সালিশ বৈঠকসহ পুলিশ উদ্যোগও কাজে আসেনি। কয়েকদিন আগে উপজেলা প্রশাসনও দুপক্ষকে নিয়ে আপসের চেষ্টা করে; কিন্তু লাভ হয়নি।

কুলঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল ওয়াদুদ বলেন, দুপক্ষ সংঘর্ষে জড়াতে পারে এমন ধারণা তারা আগের দিনই করতে পেয়েছিলেন।

আহতরা হলেন, রাড়ইল গ্রামের ইমতাজ মিয়ার ছেলে নুনু মিয়া (৬৫), আনু মিয়ার ছেলে অমিত হাসান (১৬), আনফর মিয়ার ছেলে আবুল কালাম চৌধুরী (৬৪), লাল মিয়ার ছেলে মুরশাদ (২৮) ও ফরসাদ মিয়া (২২), মজুমদার চৌধুরীর ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুল হেকিমের ছেলে মনু মিয়া (৪০) ও রাজিব মিয়া (২৫), হেফাজুর মিয়ার ছেলে তানভীর মিয়া (২১), সুলতান মিয়ার ছেলে মাহিদ মিয়া (১৯) ও সুজন মিয়া (৩২), গৌছ মিয়ার ছেলে অলিউর রহমান (৩০), শওকত মিয়ার ছেলে রাবেল মিয়া (২৫), নুনু মিয়া চৌধুরীর ছেলে তানিম আহমদ চৌধুরী (২২) ও তাজিম আহমদ চৌধুরী (২১), মদরিছ মিয়ার ছেলে গৌছ মিয়া (৭০), আব্দুল হেকিম মিয়ার ছেলে নানু মিয়া (৩৭), নূরুল ইসলামের ছেলে সাজ্জুল মিয়া (৪২), রেজা চৌধুরী (১৭), মুহিবুর রহমান (২২), হুমায়ুন আহমদ (৬০), বশির মিয়ার ছেলে বদরুল মিয়া চৌধুরী (২৭) ও শালিস ব্যক্তি টংগর গ্রামের মারফত আলীর ছেলে আব্দুন নূর মিয়া (৫২) আহত হন।

গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তপূর্বক আইনানুগব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD