রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম ::
মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ছেলেকে নি’র্যা’ত’ন সিলেটে গাড়ির মালিককে ছিনতাইকারী সাজিয়ে গ্রে’ফ’তা’র ৬ দিন থেকে কলেজছাত্রী নি*খোঁ*জ! সুনামগঞ্জে মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জে গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩ ডেনমার্কে প্রথমবারের মতো কোরআন অবমাননায় মামলা মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আরবের জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন শিল্পী! সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিস ঢাবির ভ‌র্তি প‌রীক্ষায় ‘না‌তি-নাত‌নি’ কোটা বাদ সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেফতার চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি সীমান্তে বিএসএফের গুলির ঘটনায় বিজিবির প্রতিবাদ মা-ছোট ভাইয়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা




জৈন্তাপুরে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে দুজন নিহত

387330866 1016481219590321 7906252603367322537 n - BD Sylhet News




বিডিসিলেট ডটকম : জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কে ফেরিঘাট বৈটাখাল নামক স্থানে একটি ডিআই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ৭ জন। তারা সকলে ডিআই পিকআপের যাত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে নয় টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মাজার জিয়ারত ও জাফলং ভ্রমনের উদ্দেশ্যে ছেড়ে আসা পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৭-৭১১০) গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। পরে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন।

নিহতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর (৩০) এবং অপরজন হলেন ঢাকা হেমায়েতপুর এলাকার চরতুলাতুলি গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে মোহাইমিন (২৫)।

আহতরা হলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার মোঃ শাহ আলমের ছেলে রিপন (২২), আব্দুল বারেক মিয়ার ছেলে রুবেল আহমদ (২৩), বাবুল হোসেনের ছেলে মিন্টু (২৫), নজরুল ইসলামের ছেলে মোঃ হোসেন (২৪), লংঙ্কারচরের আলাউদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা কামারচর এলাকার মোহাম্মদ আলীর ছেলে সুমন আহমদ (২৫), মারুফ আহমদ (২২)। সুস্থ আছেন ৩ জন তারা হলেন, শুভ (২৪), মিন্টু (২৩), সজিব (২৫)।

পুলিশ আরো জানায়, গাড়ীটির মালিক নিহত জাহাঙ্গীর একমাস পূর্বে গাড়ীটি ক্রয় করে। সোমবার সন্ধ্যায় গাড়ীটি নিয়ে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে স্থানীয় ১২জন ছোট ভাই বন্ধুদের নিয়ে মঙ্গলবার ভোরে সিলেট হযরত শাহজালাল (রহঃ) মাজারে এসে পৌছায়। মাজার জিয়ারত শেষে তাদের গন্তব্য ছিলো জাফলং এ। আহত ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক এবং বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন মিয়া।

খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম প্রমুখ।

এবিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, মাজার জিয়ারতের উদ্দেশ্যে স্থানীয় ১২ জন ছোট ভাই বন্ধুদের নিয়ে সিলেট হযরত শাহজালাল (রহঃ) মাজার জিয়ারত শেষে তাদের গন্তব্য ছিলো জাফলংএ। সেখানে যাওয়ার সময় পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের বাশঝাড়ে পড়ে যায়। তখন ২জন নিহত হন আহত হন ৭ জন। মরদেহ উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD