বিডি সিলেট ডেস্কঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা-২০২৩ এর মহা অষ্টমী’র দিনে রোববার (২২ অক্টোবর) সিলেট জেলাধীন বালাগঞ্জ থানার পূর্ব গৌড়িপুর কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্ডপ, মদনমোহন সার্বজনীন পূজা মন্ডপ, কায়স্তঘাট চক সার্বজনীন পূজা মন্ডপ, ফেঞ্চুগঞ্জ থানাধীন চন্ডিপ্রসাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সার্বজনীন পূজা মন্ডপ, মাইজগাও ইউনিয়নের ইন্দানগর সার্বজনীন পূজা মন্দির এবং সারকারখানা বৈদিক কৃষ্টি সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম ও সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
পরিদর্শনকালে তাঁরা মন্ডপ সমূহের নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন। এসময় শুভ মহা অষ্টমী উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডিআইজি এবং পুলিশ সুপার।
পরে বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ সার্বজনীন পূজা মন্ডপসমূহের আয়োজনে সংক্ষিপ্ত সভায় অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন।