বিডি সিলেট ডেস্ক:: শারদীয় দূর্গাপূজায় জনবান্ধন পুলিশিং সেবা নিশ্চিত করনে সিলেট পুলিশ সুপারের ডিজিটাল গাইড ম্যাপ প্রকাশ;স্মার্ট পুলিশিং বাস্তবায়নে জেলা পুলিশে অনন্য সংযোজন।
আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে চলেছে দেশ। ডিজিটালাইজেশনের এ যুগে সেবা সহজীকরনে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মপরিকল্পনা। আগামীর স্মার্ট বাংলাদেশে স্মার্ট সিটিজেনদের সেবা প্রদানের বিষয়টি মাথায় রেখে চলমান শারদীয় দুর্গাপূজায় সিলেট জেলার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন মহোদয় ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি ডিজিটাল গাইড ম্যাপ তৈরি করেছেন।
*ডিজিটাল গাইড ম্যাপে যা আছে*
ডিজিটাল গাইড ম্যাপটিতে রয়েছে সিলেট জেলার সকল পূজা মন্ডপের গুগল লোকেশন। তাছাড়া রয়েছে জেলা পুলিশের অধিকৃত এলাকার সকল থানা ও তার অধীনস্থ বিটপুলিশের গুগল লোকেশন*।
প্রত্যেক থানার সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের গুগল লোকেশনের পাশাপাশি রয়েছে থানার গুরুত্বপূর্ণ বাস, সিএনজি ও রেলস্টেশনের গুগল লোকেশন।
সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে ডিজিটাল গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে ,যাতে সাধারণ মানুষ আইন-শৃঙ্খলা সমুন্নত রেখে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করতে পারেন এবং যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে অতি শীঘ্রই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
পূজারীরা কোন কারণে অসুস্থ হয়ে পড়লে যেন দ্রুত নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারেন তার জন্য এটি একটি চমৎকার গাইডলাইন হিসেবে কাজ করবে। তাছাড়া পূজারীদের পূজা মন্ডপে যাওয়ার জন্য নিকটতম সিএনজি, বাস ও রেলস্টেশন খুঁজে পেতে সহায়তা করবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে পূণ্যভূমি সিলেটে চলমান শারদীয় দুর্গাপূজা সফল ভাবে সম্পন্ন করার প্রত্যয়ে জেলা পুলিশ সিলেটের রয়েছে সজাগ ও সতর্ক অবস্থান।
সেবা সহজীকরনে ডিজিটালাইজেশন এর মাধ্যমে স্মার্ট পুলিশ বিনির্মানে সিলেট জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।